রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে দক্ষিণ শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ভবন ও অফিস কক্ষের তালা ভেঙ্গে বিদ্যালয়ের ল্যাপটপ,প্রজেক্টর,জাতীয় পতাকাসহ অনান্য মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে অজ্ঞাত চোরের দল। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার। ২১ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শাহাপুরস্থ কামারপুকুর পাড় সংলগ্ন বিদ্যালয়টিতে নৈশ প্রহরী বা পিয়ন না থাকায় অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের একাধিক তালা ভেঙ্গে ২য় তলার অফিস কক্ষের আলমিরা হতে ল্যাপটপ,প্রজেক্টর এবং জাতীয় পতাকা নিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তারসহ সহকারী শিক্ষিকাবৃন্দ গণমাধ্যমকে জানান, বুধবার সকাল ৯ টার দিকে আমরা প্রতিদিনের মতো বিদ্যালয়ে এসে মুলভবনের গেইট তালা ভাঙ্গা অবস্থায় খোলা দেখে দ্রুত উপরে উঠি।উপরে উঠে অফিস কক্ষের তালা ভাঙ্গাসহ ভিতরে সকল আলমিরা খোলা এবং সকল ফাইল পত্র এলোমেলো দেখতে পাই।পরবর্তীতে জিনিসপত্র চেক করলে অফিসের ল্যাপটপ,প্রজেক্টর ও জাতীয় পতাকা চুরি হতে দেখা যায়। এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসনকে অবহিত করি এবং থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি।চুরির ঘটনায় আমরা বিদ্যালয়ের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনে। পাশাপাশি বিদ্যালয়টিতে দ্রুত নৈশ প্রহরী নিয়োগ করেন।
সেনবাগের দক্ষিণ শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যময় চু*রি, থানায় অ*ভিযোগ দায়ের :

Leave a Reply