রাণীশংকৈলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময়

এস আর মানিক, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার ২১ নভেম্বর বিকেলে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও রকিবুল হাসান মতবিনিময় সভা করেন।
সভায় রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, সাংবাদিক আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, আনিসুর রহমান বাকি, কুশমত আলী, সফিকুল ইসলাম শিল্পি, একে আজাদ প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে প্রশাসনের কাছে উপজেলার সংবাদ পরিবেশনে তথ্য সরবরাহসহ সার্বিক সহযোগিতা কামনা করেন। ইউএনও তার বক্তব্যে সাংবাদিকতাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে বলেন, আমি এ উপজেলায় সম্প্রতি যোগদান করেছি। আপনাদের আবেদন ও উপদেশমূলক বক্তব্য অবশ্যই আমার কাছে গুরুত্ব পাবে। তিনি এ উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সেইসাথে সাংবাদিকদেরকেও সহযোগিতা করার আশ্বাস দেন।

এস আর মানিক
রাণীশংকৈল, ঠাকুরগাঁও

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *