January 7, 2025, 12:14 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সরিষার মাঠ পরিদর্শন করে করা হয়।
মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলার উপ-পরিচালক মোঃ মোজদার হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার মোছাঃ উম্মে সালমা, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার আব্দুল্লাহ হিল কাফি, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জ মোঃ মশিউর রহমান এসএপিপিও বজলুর রহমান ও উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার, গৌরাঙ্গ ভৌমিক, মোঃ শামিম আলী এবং কৃষক/কৃষাণীবৃন্দ।
কৃষি কর্মকর্তাগন কৃষক, কৃষাণীদের সাথে মতবিনিময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা এক ইঞ্চি জমি পতিত থাকবে না। এ ঘোষনাকে বাস্তবায়ন করার জন্য, স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব কার্যক্রম গ্রহন করা হয়েছে বলে জানান, রাজশাহী জেলার উপ-পরিচালক মোঃ মোজদার হোসেন।
উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার বলেন, আজ পর্যন্ত চাষে ও বিনা চাষে সরিষা বপন হয়েছে ১৯ হাজর ৫শ ৪৩ হেক্টর। বিনা চাষে ৫ হাজার ১ শ ২৫ হেক্টর সরিষা চাষ হয়েছে। শুধু দেওপাড়া ইউনিয়নে বিনা চাষে সরিষা রোপন করা হয়েছে ২৫০ হেক্টর। এখনও সরিষা বপন চলছে, আগামী ১৫ দিন পর্যন্ত বপন চলবে বলে জানান এ কৃষি কর্মকর্তা।
মোঃ হায়দার আলী
রাজশাহী।