ময়মনসিংহ-৭আসনে নৌকার মনোনয়ন ফরম ক্রয় করলেন মুক্তিযোদ্ধার সন্তান এ্যাড সবুজ

স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট জিয়াউল হক সবুজ।

তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ত্রিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দড়িরামপুর নজরুল একাডেমি হাই স্কুল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ত্রিশাল শহর শাখা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ত্রিশাল উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও দুই বার জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য
পদে দায়িত্ব পালনকারী সাবেক ছাত্রনেতা পরবর্তীতে ২০০৩থেকে ২০১২ সাল পর্যন্ত ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক , ২০১২ থেকে ২০২২ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পদে দায়িত্বে পালন করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কে শক্তিশালী করতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৪ সাল থেকে দুই মেয়াদে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে তৃতীয় মেয়াদে বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন।
সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন।

ত্রিশালের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে উপজেলার ধানীখোলা ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এর সুযোগ্য সন্তান এডভোকেট জিয়াউল হক সবুজ বলেন, আপনাদের দোয়া,আশীর্বাদ ও ভালোবাসার স্বীকৃতির অংশ হিসাবে আমার প্রিয় দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকা ত্রিশাল আসনের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহন করবেন, সেই সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। নৌকাকে জেতাতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *