September 19, 2025, 1:20 am
আল আমিন শোভন
স্টাফ রিপোর্টার :-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য টাঙ্গাইল ২ আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বারবার নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
রবিবার (১৯ নভেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তার সাথে ভূঞাপুর গোপালপুরের আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
জনাব মাসুদুল হক মাসুদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বর্তমান ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভিপি ছিলেন, ৭১ এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযুদ্ধা এবং ৭৫-এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার প্রতিবাদকারী, যার কারণে তিনি সেনা সমর্থিত জিয়াউর রহমানের শাসন আমলে শারিরীক ভাবে অমানুষিক নির্যাতন করা হয় এবং তিন বছর কারাবরণ করেন। সেই সময় তিনি সাবেক রাষ্টপতি মরহুম জিল্লুর রহমান, বর্তমান রাষ্টপতি শাহাবুদ্দিন আহাম্মদ, আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সুলতান মুহাম্মদ মনসুরসহ অনেক জাতীয় নেতার সাথে কারাবাস করেছেন। কারাগার থেকে মুক্ত হয়ে তিনি রাজনীতির পাশাপাশি পড়াশোনা করে উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি বিগত ২০ বছর যাবৎ টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। জনাব মাসুদুল হক মাসুদ ভুঞাপুর পৌর মেয়র হিসাব তিন তিন বার নির্বাচিত মেয়র। তিনি তৃণমূল রাজনৈতিক নেতা হিসাবে জিয়ার শাসন আমল থেকে শুরু করে এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে দলের দুর্দিনে অসীম সাহসিকতার সাথে মাঠে থেকে দলের জন্য কাজ করেছেন এবং এখন পর্যন্ত ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের কান্ডারি তিনি।
বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ জানান, তিনি এমপি নির্বাচিত হলে একটি পরিছন্ন, আধুনিক, মাদক মুক্ত এবং নাগরিক সুবিধাজনক ডিজিটাল বাংলাদেশের রুপকল্পে ভুঞাপুর-গোপালপুর গড়ে তুলবেন। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করছেন। তিনি আরো বলেছেন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছি। বাংলাদেশের উন্নয়নের রুপকার, আওয়ামী লীগের সভাপতি, আমার আস্থা ও ভালোবাসার প্রতিক জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার কান্ডারি করে মনোনয়ন দিলে আমি উন্নয়নকে তরান্বিত ও বেগবান করতে নিরলসভাবে কাজ করে যাবো।
তিনি আরো জানান, ‘আমি ওয়ান এলিভেনে নেত্রীর মুক্তির আন্দোলনে স্বকীয় একজন কর্মী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক প্রোফাইল দেখে আশা করি আমাকেই যোগ্য প্রার্থী বলে বিবেচনায় আনবেন এ আমার বিশ্বাস এবং আমি মনোনয়নে আশাবাদি ইনশাআল্লাহ’।
এদিকে মাঠের জনমত জরিপেও তিনি এগিয়ে আছেন। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা এই প্রবীন রাজনৈতিক নেতাকেই আগামি সংসদে এমপি হিসাবে দেখতে চান।