September 17, 2025, 11:34 pm
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
রাজশাহীর মোহনপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ সাজ্জাদুর রহমান সিজানকে (১৯) আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে মোহনপুর থানাধীন বাকশৈল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ সাজ্জাদুর রহমান ওরফে সিজান, সে রাজশাহীর বাগমারা থানার রুদ্রমুখা গ্রামের মোঃ বকুল হোসেনের ছেলে।
সোমবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ডাঁসমারী হাই স্কুলের ৯ম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীকে তুলে নিয়ে তার এক বন্ধুর বাড়ীতে টানা ৩দিন আটক রেখে ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রীর মা বাদী হয়ে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের গোয়েন্দা দলের তৎপরতায় ধর্ষক সাজ্জাদুর রহমান ওরফে সিজান’কে মোহনপুর থেকে আটক করা হয়।পরবর্তীতে সোমবার মহানগরীর মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।