নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা। ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ অবসান ও শিশুর প্রতি সহিংসতা রোধে অনুষ্ঠিত হয়েছে সেনসিটাইজেশন মিটিং। জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বাল্যবিবাহ অবসান ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে ৷
২০২৩ সালের নভেম্বর মাসব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে লোহাগড়া উপজেলার দশটি ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য প্রভাবশালী ব্যক্তিবর্গ নিয়ে বাল্যবিবাহ অবসান , শিশুর প্রতি সহিংসতা রোধ এবং শিশুর প্রতি সকল প্রকার ক্ষতিকর প্রথা বন্ধের লক্ষ্যে এ সেনসিটাইজেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২০ নভেম্বর)
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, নড়াইলে আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের লোহাগড়া উপজেলার ১০ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ৷
বাল্যবিবাহের অবসান, শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা রোধ এবং শিশুর প্রতি ক্ষতিকর যেকোন প্রথা বন্ধের লক্ষ্য নিয়ে উক্ত বিষয়ের উপর ইউনিয়নের সকল নির্বাচিত গণপ্রতিনিধি এবং স্থানীয় প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তির সাথে পারষ্পরিক মতবিনিময় এবং আলোচনার মাধ্যমে মিটিংটি সম্পন্ন হয় ৷
সেনসিটাইজেশন মিটিং-এ উপস্থিত সকলে বাল্যবিবাহ অবসান, শিশুর প্রতি যেকোন সহিংসতা বন্ধে এবং শিশুর প্রতি সকল প্রকার ক্ষতিকর প্রথা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করবে বলে মতামত ব্যক্ত করে শপথ গ্রহণ করেন ৷

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *