তারাকান্দায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে নিজেকে গড়বে’ পানিহরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

ষ্টাফ রিপোর্টারঃ
তারাকান্দায় শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০নভেম্বর) দুপুরে উপজেলার
পানিহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে নিজেকে গড়বে পানিহরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে জাগ্রতকরণে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের উদ্যোগে জেলার সকল উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি’ এর বাস্তবায়ন কার্যক্রম উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রশ্নোত্তর পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, বিদ্যালয়ের ম্যাসেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়ে বঙ্গবন্ধুর চেতনায় সুনাগরিক হওয়ার জন্য মোটিভেশনাল বক্তব্য দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল মনে করে, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিতরণ করলে এ কার্যক্রম বাস্তবায়ন আরও ফলপ্রসূ হতো।

একই দিনে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত
পানিহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম,১ইঞ্চি জমি অনাবাদী না রাখতে বিদ্যালয়ের পাশে গড়ে তোলা সবুজ পাঠশালা কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত নিশ্চিতে করণে ঝরে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে করণে পানিহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *