কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ভারতে গমনকালে ঐশি’কে উদ্ধার

এম এস সাগর, স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের পুলিশের অভিযানে প্রতারনার মাধ্যমে ভারতে গমনকালে ঐশি’কে ফুলবাড়ীর ব্রাক মোড় এলাকা থেকে উদ্ধার করে।

সম্প্রতি, বাগেরহাটের নিখোঁজ মেয়ে ঐশীকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করেছে কুড়িগ্রামের ফুলিবাড়ি থানা পুলিশ। ঐশী জানায়, অনলাইনের মাধ্যমে তার সাথে এক ভারতীয় বন্ধুর সাথে পরিচয় হয়। সেই বন্ধুর কথা মতে সে কুড়িগ্রামের ফুলবাড়ি হয়ে ভারতে গমনের উদ্দ্যেশে বাগেরহাট থেকে এখানে পালিয়ে আসে। গত (১৬নভেম্বর) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পালেরখন্ড এলাকা হতে ঐশি বাড়াই (১৭) নিখোঁজ হয়। এই সংক্রান্তে ভিকটিমের পিতা মিলন বাড়ই বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় সাধারন ডাইরী করেন। উক্ত সাধারন ডাইরীর প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশ নিখোঁজ ডাইরী সংক্রান্তে ভিকটিম ঐশি বাড়াই (১৭) ফুলবাড়ী থানা এলাকার ব্রাক মোড় থেকে প্রযুক্তিগত উৎকর্ষতা ও সম্মিলিত সহযোগীতায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে ভিকটিমের পিতা-মাতাকে অবগত করা হলে ফুলবাড়ী থানায় উপস্থিত হলে ভিকটিম তার পিতা-মাতা ও ভাই কে সনাক্ত করলে ভিকটিমকে তাদের জিম্মায় প্রদান করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাধ্যমে নিখোঁজ মেয়ে ঐশীকে উদ্ধার করে তার পিতা-মাতা ও ভাই কে সনাক্ত করলে তাদের জিম্মায় প্রদান করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *