পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে কক*টেল হা*মলার ঘটনায় আটক ৭

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥
পাইকগাছা থানা পুলিশের টহল গাড়িতে ২৯ অক্টোবর লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে ককটেল হামলা ও ৫ নভেম্বর উপজেলার কাসিমনগরে ককটেল হামলার ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার হিতামপুর গ্রামের মোঃ নজরুল গাজীর ছেলে ছহিল উদ্দিন (৪৭) সিলেমানপুর গ্রামের মৃত মিনাজ মিস্ত্রির ছেলে মোঃ রেজাউল করিম মিস্ত্রি (৩৮) ও সিলেমানপুর গ্রামের মোঃ সাহেব আলী সরদারের ছেলে হুমায়ুন কবির (২৮), পৌর সদরের শিববাটী গ্রামের মৃত মোক্তার আলী গাজীর ছেলে মোঃ আসলাম পারভেজ (৪৮) ও সন্ধিগ্ধ গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের মোঃ রহমত আলী গাজীর ছেলে মোঃ আবু হাসান গাজী (৪০) খলসী গ্রামের মীর ফেরদৌসের ছেলে জুয়েল মীর(২৮) এবং রাজাপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে মোঃ লিটন গাজী (৩৩) কে আটক করা হয়েছে। এবিষয়ে ৩১’নং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অমিত দেবনাথ জানান, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনা মোতাবেক ২৯ অক্টোবর পুলিশ টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় সন্ধিগ্ধ ৩ জনকে রবিবার দিবাগত রাতে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, জনগণের জানমাল রক্ষার্থে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তাহারই ধারাবাহিকতায় থানা পুলিশের একটি টিম টহলরত অবস্থায় থাকাকালীন টহল গাড়িতে ককটেল হামলায় উভয় মামলার ৭ জনকে আটক পূর্বক সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *