এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে নিজ ঘরের ডাবের(আাঁড়া) সঙ্গে গলায় ওড়না পেচিয়ে মোছাঃ তামান্না খাতুন(১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার রাত আটটার দিকে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের উত্তরপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামান্না খাতুন ওই এলাকার তারা বিশ^াসের মেয়ে। স্থানীয় শহীদ স্মরণীকা সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ জানান, নিহত তামান্না তার বিদ্যালয়ের প ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানাযায়, টেইলার্সের দোকানে নতুন জামা তৈরি করাকে কেন্দ্র করে মায়ের উপর অভিমান করে ঘরের ডাবের(আঁড়া) সঙ্গে গলায় ওড়না পেচিয়ে তামান্না খাতুন নামে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করে । আমিনপুর থানার ওসি হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি ।
Leave a Reply