বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে প্রত্যাবর্তন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি যুক্তরাষ্ট্র হতে সরকারি সফর শেষে ১৯ নভেম্বর ২০২৩, রবিবার দেশে প্রত্যাবর্তন করেছেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান প্যাসিফিক এয়ার ফোর্সেস-এর কমান্ডার জেনারেল কেনেথ এস. উইল্সবাখ এর আমন্ত্রণে গত ১৩-১৬ নভেম্বর ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেস-এ অনুষ্ঠিত প্যাসিফিক এয়ার চীফ্স সিম্পোজিয়াম ২০২৩ এ যোগদান করেন। বিমান বাহিনী প্রধান উক্ত সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে হিউম্যানিট্যারিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর) এর উপর বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ১২ নভেম্বর ২০২৩, রবিবার ঢাকা ত্যাগ করেন। সম্মানিত বিমান বাহিনী প্রধানের সঙ্গে তাঁর সহধর্মিণী তাহমিদা হান্নান এবং একজন সফরসঙ্গী উক্ত সফরে গমন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *