পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলা ও খুন জখমের হুমকির প্রতিবাদে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে । শনিবার সাধারণ ডায়েরী করেছেন উপজেলার শান্তা গ্রামের মোবারক শেখের ছেলে আব্দুল মান্নান শেখ।
ডায়েরী সুত্রে জানা যায়, উপজেলার কুমখালী গ্রামের জালাল শেখের ছেলে বাবুল শেখ(৪২), ও ফকিরাবাদ গ্রামের চায়েব আলী গাজীর ছেলে মিনাজ গাজী(৪৬) সাথে শান্তা গ্রামের মোবারেক শেখের ছেলে আব্দুল মান্নান শেখের সাথে পূর্ব হইতে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলিতেছে। আব্দুল মান্নান শেখ জানান, আমি
নৌকায় জঙ্গলে মাছ ধরতে যায়। সেখান থেকে তাদের সাথে আমার বিরোধ চলছে। সেই জেরকে কেন্দ্র করিয়া এবং পূর্ব শত্রুতার কারণে শনিবার সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় আমার বসত বাড়ির সামনে বাবুল শেখ ও মিনাজ গাজী আমাকে অকথ্য ভাষায় গালাগালি করিতে থাকে। আমি তাদেরকে গালাগালি করিতে নিষেধ করিলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করার জন্য উদ্যত হয়। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসিলে তারা আমাকে খুন করিয়া লাশ গুম করে দিবে বলিয়া হুমকি প্রদান করে। তাছাড়া তারা আমার নৌকায় অবৈধ মালামাল রাখিয়া আমাকে মিথ্যা মামলায় ফাসিয়ে দিবে বলিয়া হুমকি দিয়ে চলে যায়। উপান্ত না পেয়ে আমি থানায় সাধারণ ডায়েরী করেছি।
পাইকগাছায় পূর্ব শ*ত্রুতার জেরে খু*ন জ*খমের হু*মকি থানায় সাধারণ ডায়েরী

Leave a Reply