ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে বৃষ্টি ও দমকা হাওয়ায় বিদায় নিয়েছে ঘূর্নিঝড় মিধিলি।এর প্রভাবে ঝালকাঠির নলছিটিতেও গত দুই দিন বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে।
বৃষ্টি ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে বেশ কিছু বড় বড় গাছ উপড়ে পরেছে বৈদ্যুতিক তার ও ঘরবাড়ির উপর,তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি ।এরমধ্যে নলছিটি শহরের উপজেলা পরিষদ চত্তরের পুরাতন মসজিদের বারান্দার উপর গাছ উপড়ে পরে বারান্দাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরসভার সারদল এলাকা গাছ উপড়ে পরে বিদ্যুতের তারের ওপর পরে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে,এবং কান্ডপাশা এলাকায় একটি বসতঘরের উপরেও গাছ আছড়ে পরার সংবাদ পাওয়া গেছে। এছাড়াও উপজেলার ষাটপাকিয়া-কালিজিরা এলাকা,দপদপিয়া লঞ্চঘাট এলাকায়ও বেশ কিছু বড় আকৃতির গাছ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের উপর উপড়ে পরায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার বিভিন্ন এলাকা।আশাকরা যাচ্ছে বিকাল বা সন্ধ্যা নাগাদ বৈদ্যুতিক সঞ্চালন লাইন মেরামতের কাজ সম্পন্ন হতে পারে।
এছাড়াও উপজেলার বিভিন্ন আবাদি জমিতে গিয়ে দেখা গেছে আমন ধানের অধিকাংশই দমকা হাওয়ায় শুয়ে পরেছে।যারফলে কৃষকরা আশংকা করছেন কেবল মুকুল ধরা শুয়ে পরা ধানের গাছে আর ধান বেড় হবে না,কিংবা হলেও পচে যাওয়ার সম্ভাবনা আছে।তাই কৃষকরা ব্যাপক ক্ষতির শংকায় রয়েছেন।
ঘূর্নিঝড় প্রস্তুতি সভায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, ‘ ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় ঝালকাঠি জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে জরুরি সভা করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোলরুম খোলা, আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ টাকা, ত্রানের চাল বিতরণের জন্য মওজুদ আছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্বেচ্ছাসেবক টিমও পস্তুত রয়েছে।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, ‘জেলা পুলিশ ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোন দূর্যোগে পুলিশ জনগণের পাশে থেকে জানমালের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।

Leave a Reply