মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও উজিরপুরের প্রান কেন্দ্রে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর রোববার দুপুর দেরটায় বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ – সভাপতি ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল,উপজেলা রিসোর্স সেন্টারের পরিদর্শক হোসনেয়ারা বেগম , উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার মজুমদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা পারভিন মালা,সহকারী শিক্ষক সুব্রত মন্ডল,রত্না মন্ডল,
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান জাহিদ গাজীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য পপি বেগম, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক – শিক্ষিকা বৃন্দ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুকাইয়া ইসলাম মহুয়া, নুসরাত,মিৎসুইয়া,রোদেলা প্রমুখ। এ সময় শিক্ষক – শিক্ষার্থীদের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে সকল বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
Leave a Reply