এম এস সাগর, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা (ডিগ্রী কলেজপাড়া) এলাকার মাদক কারবারি মোঃ আব্দুর রহিম (৫০) কে ১৫বোতল মাদকদ্রব্য ইস্কাফসহ (১৬নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৫৫মিনিটে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply