তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সবুজ খানের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল

এম এ আলিম রিপন,সুজানগর ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ঘোষণাকে স্বাগত জানিয়ে ও বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের প্রতিবাদে সুজানগর উপজেলায় বিশাল আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজের উদ্যোগে বের হওয়া বিশাল এ আনন্দ মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজ বলেন, সারাদেশের মানুষ যখন উন্নয়নের পক্ষে,তখন বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আগামী ৭ জানুয়ারি ভোটে আবারও মানুষ আওয়ামীলীগকে নৌকা প্রতীকে ভোট দিতে প্রস্তুত আছে। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে সবসময়ই মাঠে থাকার ঘোষণা দেন তিনি। মিছিলে পাবনা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, উপজেলা আ.লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সুজানগর পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, সরদার পাশু,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মন্ডল ,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নাজিরগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক খান ও আ.লীগ নেতা তফিজ মন্ডল, মুক্তি,উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সোহেল হাসান বাবুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *