মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা আথুইমং মারমা (৩৬)।
জানা যায় আথুইমং মারমা তার স্ত্রী,ছেলে ও সাত মাসের মেয়েকে নিয়ে ভাঙ্গা একটি বেড়ার ঘরে দিনযাপন করেন।শ্রমিকের কাজ করে চলে অভাবের সংসার। নিজের ২ শতক জমি থাকলেও অর্থের অভাবে ঘর বানাতে পারেন না।বর্ষাকালে টিনের চালা ও ভাঙা বেড়া দিয়ে পানি পড়ে এবং ভোগান্তি পোহাতে হয় তাদের।খুব কষ্টে তাদের দিনযাপন করতে হয় বলে জানা যায়।
আথুইমং মারমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি সরকারি ঘর ব্যবস্থা করে দিলে আমরা একটু সুখে শান্তিতে দিনযাপন করতে পারবো।এই ভাঙ্গা ঘরে বর্ষাকালে অনেক কষ্ট পেতে হয় আমাদের।
তিনি আরও জানান,একটি ঘরের জন্য তিনি মেম্বার, চেয়ারম্যানসহ অনেকের কাছে অনুরোধ করেছেন, কিন্তু কেউ দেন নি।
Leave a Reply