সুন্দরগঞ্জে দেনমোহর মামলায় ক্রোক সম্পত্তির তথ্য গোপন করে আদালতে প্রতিবেদন দাখিল

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দেনমোহরের মামলায় ক্রোককৃত সম্পত্তির তথ্য গোপন করে আদালতে প্রতিবেদন দাখিলের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাছি শান্তিরাম গ্রামের আনারুল ইসলামের মেয়ে আখি বেগম সীচা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে আদালতে দেনমোহরের মামলা করেন। যার মামলা নং – পারিঃ ৯৭/১৫। মামলার বিভিন্ন ধাপ পেরিয়ে ২৭/০৭/১৭ ইং তারিখে বাদী পক্ষে ১ লক্ষ ৯৯ হাজার ১০০ টাকা ডিক্রি প্রাপ্ত হয়। পাশাপাশি প্রত্যেক মাসে ২ হাজার টাকা হারে বাৎসরিক প্রবৃদ্ধিসহ ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত ৮ লক্ষ ৩ হাজার ৪০০ টাকা দাঁড়িয়েছে। উক্ত দেনমোহরের টাকা আদায় করতে বিজ্ঞ আদালত বিবাদীর স্থাবর সম্পত্তির উপর ডিক্রি জারীতে ক্রোক(৫) এর আদেশ দেন। সে মোতাবেক ০৭/০২/২০২১ইং তারিখে ঢোল পিটিয়ে ক্রোক কার্যক্রম সম্পন্ন করা হয়। বাদীর প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে মাননীয় আদালত ক্রোককৃত সম্পত্তি বিক্রি করে ওই পরিমান অর্থ আদায় করে আদালতে প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ গাইবান্ধাকে নির্দেশ দেন। কিন্ত তদন্তকারী কর্মকর্তার নিকট আজিজের পরিবার তথ্য গোপন করে তার কোন সম্পত্তি নেই বলে জানান। তদন্তকারী কর্মকর্তা সে মোতাবেক আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অথচ বিআরএস মাঠ খতিয়ান নং-৩০১২ ও ডিপি নং-৩৫৪৫ অনুয়ায়ী তার পিতা মৃত শাহাদত হোসেনের নামে ১ একর ৩০ শতক জমি রেকর্ডভূক্ত হয়েছে। সম্পত্তি বণ্টন আইন অনুযায়ী পৈতৃক সূত্রে আজিজের ২৭ শতাংশ জমি বর্তমান রয়েছে। তন্মধ্যে বিজ্ঞ আদালত ২৫ শতাংশ জমির উপর ক্রোক জারি করেছেন। এব্যাপারে আখি বেগম ও তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *