প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহর তারাকান্দা উপজেলায় শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে বর্তমান প্রজন্মকে আগামী দিনে দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে দিনব্যাপী বিভিন্ন কর্মতৎপরতা দেখিয়েছেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।

কর্মতৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার (১৪ নভেম্বর) তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মেছেড়া ও তিলাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। পরিদর্শন কালে তিনি তিলাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিজ্ঞান মেলা পর্যবেক্ষণ করেন। অভিভাবক ছাউনি ও বাংলাদেশের মানচিত্র উদ্বোধন করেন। মিড ডে মিলে অংশগ্রহণ করেন, এসএমসি কমিটির সভা করেন। মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে যোগদান করেন, অভিভাবক ছাউনি ও বাংলাদেশের মানচিত্র উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এর উপর কুইজ প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, ইউএনও’র উদ্ভাবনী উদ্যোগ “সবুজ পাঠশালা” পরিদর্শন করেন। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার জিবন আরা বেগম, ইউপি চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল, সহকারী শিক্ষা অফিসার, এসএমসির সদস্যগণ, শিক্ষকবৃন্দ ও সুধী সমাজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *