পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও পানি কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, শেখ জিয়াদুল ইসলাম। দিলীপ সানার স ালনায় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, কাজী তোকাররম হোসেন টুকু, কামরুজ্জামান, আওয়ামী লীগনেতা সুকৃতি মোহন সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, মিজানুর রহমান, কৃষ্ণ রায়, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, নাজমা কামাল, গৌরঙ্গ মন্ডল, উত্তরণের নাজমুল বাশার ও মাহফুজা সুলতানা। সভায় বক্তারা এলাকার জলাবদ্ধতা নিরসনে শিবসা, কপোতাক্ষ ও হাড়িয়া নদী দ্রুত খনন এবং টিআরএম পদ্ধতি বাস্তবায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সরকারি স্লুইচ গেট সংস্কার, সরকারি পানি সরবরাহের খাল দখল মুক্ত ও খনন এবং সামাজিক বনায়নের দাবী জানান।
জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; হয়রানীর শিকার হাজারো গ্রাহক; ইউএনও’র হস্তক্ষেপ কামনা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের জমাকৃত স য় ও স্থায়ী আমানতের টাকা ফেরত পাওয়ার দাবী করেছে। বৃহস্পতিবার সকালে কয়েক’শ গ্রাহক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর কার্যালয়ে গিয়ে সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন এ সময় তারা তাদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। ইউএনও মুহাম্মদ আল-আমিন বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও থানার ওসি রফিকুল ইসলামের সাথে কথা বলে সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে সবধরণের সহযোগিতার আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মতিয়ার রহমান, শহিদুল মোড়ল, শাহীন ইকবাল, সাইফুল ইসলাম, নাজমা খাতুন, ফাতেমা ও রিজিয়া বেগম। উল্লেখ্য, পৌরসভার সরল বাজারস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে এলাকার শ্রমিক, দিনমজুর সহ নানা শ্রেণি পেশার মানুষ তাদের কষ্টের অর্জিত অর্থ অত্র সমিতিতে জমা রাখে। বর্তমানে এক হাজার গ্রাহকের জমাকৃত স য় ও স্থায়ী আমানতের ৫ কোটি টাকা সমিতির নিকট পাওনা রয়েছে বলে গ্রাহকরা দাবী করে আসছে। টাকা দিতে হিমশিম খাওয়ায় গ্রাহকরা চলতি বছরের ৮ মে সমিতি কার্যালয়ের সামনে জড়ো হয়ে সমিতি কর্তৃপক্ষকে অনেকটাই অবরুদ্ধ করে ফেলে। এ সময় স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সমিতির নির্বাহী প্রধান কাউন্সিলর আলাউদ্দীন গাজী এবং সভাপতি মোহাম্মদ আলী গাজী গ্রাহকদের কাছ থেকে ৬ মাসের সময় নেন টাকা পরিশোধের জন্য। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোন গ্রাহকের টাকা ফেরত দেয়নি এবং সমিতির কার্যালয় তালাবদ্ধ রেখে সমিতি কর্তৃপক্ষ গাঁ ঢাকা দিয়েছে বলে গ্রাহকরা অভিযোগ করেছেন।
পাইকগাছা সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হরতাল অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রারোধ, শিক্ষা জীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমজান সরদারের সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা অহিদুজ্জামানের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগনেতা দীপংকর মন্ডল, রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, মাসুদুর রহমান মানিক, রাশেদুজ্জামান রাসেল, সৌরভ গাইন, মাহবুবুর রহমান নয়ন, রসুল গাজী, হুসাইন আহম্মেদ রানা, আব্দুর রহিম, তানভীর হোসেন ডাবলু, টুটুল গাজী, মৌদুদ আহমেদ, মাসুদ গাজী, নাজমুল হোসেন, সুমন মন্ডল, সারাফাত হোসেন নাবেদ, দিপায়ন মন্ডল, ইমরান হোসেন, এনাম আহম্মেদ, শেখ রাজন, মহাসিনুল, আজিজুল ইসলাম, শেখ নয়ন, সাকিব হাসান, সরাজ, তাজবীর ও তুর্জ।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।
Leave a Reply