টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক মেয়রের বিরুদ্ধে বর্তমান মেয়রের সংবাদ সম্মেলন

রায়হান ঘাটাইল।

ঘাটাইল পৌরসভার বায়নামূলে জমি পাওয়ার অফ এ্যাটনি দলিল করা হয়েছে একজন কাউন্সিলরের ব্যক্তি নামে। জালিয়াতির এমন অভিযোগ এনে ১১ নভেম্বর ঘাটাইল পৌরসভার সাবেক মেয়রের নেতৃত্বে মানববন্ধন করেন।

এর পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে সাবেক মেয়রের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া বলেন, বায়নামূলে ঘাটাইল পৌরসভার জমি নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মানববন্ধন ও অপপ্রচার চালানো হয়েছে।

প্রকৃতপক্ষে ওই জমিসংক্রান্ত মামলা থাকা সত্ত্বেও সরকারের অনুমতি না নিয়ে ৫ লাখ টাকা পৌর তহবিল থেকে দিয়ে বায়নাপত্র দলিল করেন সাবেক মেয়র শহিদুজ্জামান খান।

বর্তমান মেয়র বলেন, বায়নাপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং জমিটি বেহাত হয়ে যাওয়ার আশঙ্কায় পৌরসভার স্বার্থে পৌর কাউন্সিলর শাহাদত হোসেন শামীমের নামে পাওয়ার অফ
এ্যাটনি দলিল করা হয়েছে। যেখানে আমিসহ পৌরকর্তৃপক্ষের কোনো স্বার্থ নেই।

সাবেক মেয়র আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, সাবেক মেয়র শহিদুজ্জামান খানের সময় পৌরসভাটি ছিল নানা
অনিয়ম ও দুর্নীতিতে ভরপুর। তার আমলে যতগুলো বিল্ডিং এর স্ট্রাকচার করা হয়েছে তা কাগজে কলমে সঠিক থাকলেও বাস্তবচিত্রে ভিন্ন। আর এসব অপকর্ম হয়েছে অর্থের
বিনিময়ে।

বর্তমান মেয়রের অভিযোগের ভিত্তিতে কথা হয় সাবেক মেয়র শহিদুজ্জামান খানের সঙ্গে। তিনি বলেন, বর্তমান মেয়র তার বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশনা করেছেন। ওই মুহূর্তে এ বিষয়ে কোনো অর্থের লেনদেন হয়নি। তার ভাষ্য, কাগজে কলমে ঠিক মানেইতো সব ঠিক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *