গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হত্যার অন্যতম হোতাসহ ২ আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।
সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি ছামিউল ইসলাম ছামু ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা।
এঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে গা ঢাকা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী বলেন, সোমবার রাতে জাহিদুল ইসলামের বোন আঞ্জুমানারা বেগম বাদী হয়ে ২৩ জনকে নামীয় ও ১৫ হতে ২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় ১নং আসামিসহ ২ জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রাখবেন। ঘটনার পর আটক ৪ জনকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
জাহিদুল ইসলামের নামাযে জানাযা সোমবার রাত ১০টার দিকে সম্পন্ন হয়েছে। এসময় দলীয় নেতাকর্মীরা যুবলীগ নেতা জাহিদুলের আত্মার মাগফিতা কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন হয়ে হয়।
উল্লেখ্য- রবিবার দিবাগত-রাতে জাহিদুল ইসলাম দুষ্কৃতকারীদের দ্বারা হামলার শিকার হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৩টার দিকে মারা যান।

Leave a Reply