ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
নলছিটি উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. সিকান্দার আলী মিয়াকে রাষ্ট্র্র্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বুধবার(১৪নভেম্বর) সকাল ৯.৩০মিনিটে নলছিটি থানা পুলিশের একটি চৌকস টীম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলামের অধীনে তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।
উল্লেখ্য মো. সিকান্দার আলী মিয়া (৭৯) গতমঙ্গলবার বিকেলে উপজেলার বিহঙ্গল গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। মো.সিকান্দার আলী মিয়া টানা দুইবার নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান,বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,তাজুল ইসলাম দুলাল চৌধুরী,কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম আক্তারুজ্জামান বাচ্চু,সিরাজুল ইসলাম সেলিমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার নামাজে জানাজায় অংশ নেন। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

Leave a Reply