December 3, 2024, 5:50 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেছেন আপনাদের সামনে দুটি পথ। একটি গণতন্ত্র-উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক এবং
অপরটি সিঙ্গাপুর-মালেশিয়ামুখী বাংলাদেশ। অন্যদিকে একটি অগ্নি সন্ত্রাস-জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক এবং পাকিস্তান-আফগানিস্থানমুখী বাংলাদেশ। প্রথমটির ধারক-বাহক আওয়ামী লীগ। দ্বিতীয়টির ধারক-বাহক জামায়াত-বিএনপি। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র-উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতার পাশাপাশি দেশ সিঙ্গাপুর-মালেশিয়ামুখী হয়। অন্যদিক জামায়াত-বিএনপি ক্ষমতায় থাকলে অগ্নিসন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টির পাশাপাশি দেশ পাকিস্তান-আফগানিস্থানমুখী হয়। তিনি বলেন, এখন আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী লীগের সঙ্গে থেকে দেশকে উন্নয়নের ধারায় রেখে সিঙ্গাপুর-মালেশিয়ার মতো এগিয়ে নিয়ে যাবেন, না জামায়াত-বিএনপির সঙ্গে থেকে অগ্নি সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে পাকিস্তান-আফগানিস্থানের মতো পিছিয়ে নিবেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয় মানে আপনাদের বিজয়। তিনি বলেন, এদেশের মানুষকে বিভিন্ন রকমের ভাতা ও সহায়তা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসব টাকা দিয়ে আপনাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছেন। আপনাদের সুখে রেখেছেন। বাংলাদেশের সুখ পাখি হিসেবে শেখ হাসিনা দেখা দিয়েছি। শেখ হাসিনা ছাড়া কেউ এদেশের মানুষকে সুখি রাখতে পারেনি আগামিতেও পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারী মাসে। এই ভোটে নৌকাকে বিজয়ী করার দায়িত্ব প্রতিটি মা-বোন ভায়ের। শেখ হাসিনা জিতলে আপনি জিতবেন। আপনি জিতলে বাংলাদেশ জিতবে , তাতেই আপনি সুখি হবেন। যে যাই বলুক শেখ হাসিনা ছাড়া কেউ আপনাদের সুখে রাখতে পারবে না।
জানা গেছে, ১৪ নভেম্বর মঙ্গলবার বাঁধাইড় ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলামের সঞ্চালনায়, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সরকারের সামাজিক সুরক্ষা সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন। তিনি নৌকায় সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেমন শেখ হাসিনা আন্তরিকতার সঙ্গে দুই হাত ভরে নানা সুবিধা আপনাদের দিয়েছে, ঠিক সেই ভাবে আপনারাও জানুয়ারী মাসে জাতীয় ভোটে প্রত্যেকে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ভর্তি করে দিবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক মোহাম্মদ হোসেন মন্টু,বাধাইড় ইউপি আওয়ামী লীগের সম্পাদক রবিউল ইসলাম, সাদিকুল ইসলাম, কলমা ইউপি (পুর্ব) আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুর রাহিম, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ।