প্রেস বিজ্ঞপ্তি
রংপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ১টি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা।
অদ্য ১৩-১১-২০২৩ খ্রি. তারিখ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসন, বদরগঞ্জ-এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযান মেসার্স চেংমারী ফিলিং স্টেশন, চেংমারী, বদরগঞ্জ, রংপুর প্রতিষ্ঠানটি ডিজেল পণ্য পরিমাপে প্রতি ১০ লিটারে ১৮০ মি.লি. কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
০২। মেসার্স শাহ ফিলিং স্টেশন, বদরগঞ্জ, রংপুর প্রতিষ্ঠানটির ডিজেল, পেট্রোল ও অক্টেন পণ্য পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ও ট্যাংকলরি এর ক্যালিব্রেশন সনদ আগামী ১৫ দিনের মধ্যে হালনাগাদ করার পরামর্শ প্রদান করা হয়।
জনাব কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বদরগঞ্জ, রংপুর-এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব খন্দকার মো: জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply