স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের আদ্যোশক্তির দেবী শ্রী শ্রী শ্যামা পূজা। তবে নজর কেড়েছে দেশের সর্ববৃহত ৩২ হাত উচ্চতার বিশালাকৃতির শ্যামা দেবীর প্রতিমা। সন্ধ্যা থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলে ভোর রাত পযর্ন্ত। এ প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে ভীড় করেন দর্শনার্থীরা। সড়কে করা হয়েছে আলোকসজ্জ্বা। এ পূজা উপলক্ষে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জানাগেছে, সনাতন পঞ্জিকা মতে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে শ্রী শ্রী শ্যামা পূজা। পূর্ণ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা বাসা বাড়ীতে ও মহল্লায় মন্দির তৈরী করে এ পূজা করে থাকেন।
তবে এ বছর নজর কেড়েছে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তরপাড়া গ্রামবাসী আয়োজিত দেশের সর্ববৃহত ৩২ হাত উচ্চতার বিশালাকৃতির শ্যামা দেবীর প্রতিমা। সন্ধ্যা থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল পূজা অনুষ্ঠিত হয় মধ্যরাত থেকে। পুরোহিতের চন্ডীপাঠ, উলুধ্বনি আর ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে মন্দির প্রঙ্গণ। মিষ্টি ও বিভিন্ন ফল দিয়ে দেবীর কাছে অর্পণ করা হয় নৈবেদ্য। ভক্তরা ও দর্শনার্থীরা মায়ের কাছে প্রণাম জানিয়ে নেন আশির্বাদ। পায়ের পায়ে দেয়া হয় অঞ্জলী।
আর এ প্রতিমা দেখতে গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারীপুর, নড়াইলসহ আশপাশের জেলা থেকে পরিবার পরিজন নিয়ে ভীড করেন দর্শনার্থীরা। তবে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করছে শিশুরা। নতুন পোশাক পেয়ে নেচে গেয়ে উপভোগ করেন দর্শনার্থীরা।
১১ জন প্রতিমা শিল্পী দিনরাত পরিশ্রম করে এ প্রতিমা তৈরী করেছেন। এ পূজা জাঁকজমকভাবে করতে প্যান্ডেল, লাইটিংসহ বর্ণিল রূপে সাজানো হয়ে। সড়কগুলোতে করা হয় আলোকসজ্জ্বা। নিরাপত্তার জন্য বসানো হয় সিসি ক্যামেরা। এ পূজা আজ মধ্য রাতে শেষ হলেও দর্শনার্থীদের জন্য এ প্রতিমা থাকবে ২১ অক্টোবর পযর্ন্ত। এ পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে ১০ দিনব্যাপী গ্রাম্যমেলার। দেশের সর্ববৃহত ৩২ হাত লম্বা বিশালাকৃতির এ প্রতিমা তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১৫ লাখ টাকা।
দর্শনার্থী সঙ্গীতা রায় বলেন, এত বড় প্রতিমা দিয়ে শ্যামা পূজা হচ্ছে শুনে মা বাবার সাথে দেখতে এসেছি। ৩২ হাত প্রতিমা দেখতে পেরে অনেক ভাল লাগছে। মায়ের কাছে পাওয়া তিনি যেন সবার মঙ্গল করে।
দর্শনার্থী গৃহবধূ রূপা সাহা বলেন, দেশের সবচেয়ে বড় ৩২ হাত প্রতিমা দিয়ে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে জেনে এখানে দেখতে এসেছি। সাথে পরিবারের সবাই রয়েছে। মায়ের কাছে প্রণাম জানিয়েছি। এছাড়া মেলায় ঘুরলাম। দেশ ও জাতির মঙ্গলসহ সকলের মনোবাসনা পূর্ণ হবে এমনটাই চাওয়া মায়ের কাছে।
গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো: শরীফুল ইসলাম বলেন, এ পূজাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নজরদারী করা হচ্ছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশের পাশাপশি স্বেচ্ছাসেবকরা এখানে দায়িত্বে রয়েছে।,
শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন কমিটি সাধারন সম্পাদক চন্দন বিশ্বাস বলেন, মানুষকে আনন্দ দিতে ৩২ হাত প্রতিমা তৈরী করে শ্রীশ্রী শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। এ পূজা মধ্য রাতে শেষ হলেও দর্শনার্থীদের জন্য এ প্রতিমা থাকবে ২১ অক্টোবর পযর্ন্ত। আর এ পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে ১০ দিনব্যাপী গ্রাম্যমেলার।
গোপালগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: হোসাইন খান বলেন, এত বড় প্রতিমা দিয়ে আগে কখনো গোপালগঞ্জে পূজা অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম হচ্ছে। যে কারনে এখানে দর্শনার্থীদের ব্যাপক ভীড় হচ্ছে। নিরাপত্তার জন্য গোপালগঞ্জ সদর থানার পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। মন্দিরসহ পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। #
Leave a Reply