শহিদুল ইসলাম (ঝিনাইদহ) মহেশপুর থেকেঃ-
১২ই নভেম্বর সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রাঙ্গনে সিনিয়র সহকারী জজ আদালত ও সিনিয়র জুডিসিয়াল আদালতের কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত জনাব নাজিমুদ্দৌলা এর সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা এ্যাড,শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ বিজ্ঞ বিচারক বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব,মোহাম্মদ আল আমিন মাতুব্বর, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম রাব্বি। বিজ্ঞ বিচারক ( যুগ্ন জেলা ও দায়রা জজ) ল্যান্ড সার্ভেট্রাইব্যুনাল জনাব,মোঃ- ফারুক আযম,বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব, ইসমাইল হোসেন পিপি ঝিনাইদহ। জনাব, বিকাশ কুমার ঘোষ জিপি ঝিনাইদহ। মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সহসভাপতি জনাব,ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌর মেয়র জনাব,মোঃ আব্দুর রশীদ খাঁন, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,নয়ন কৃমার রাজবংশী, মহেশপুর সহকারী কমিশনার (ভুমি) জনাব,শরীফ শজওন, জনাব,মোঃ-রবিউল হোসেন সভাপতি আইনজীবী সমিতি ঝিনাইদহ। জনাব,মোঃ আকিদুর রহমান সাধারণ সম্পাদক জেলা আইনজীবি সমিতি। এসময় মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, জেলা উপজেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া গনমাধ্যমকর্মী,পুলিশ প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান আসাদ।

Leave a Reply