রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার ডাসার উপজেলার দক্ষিণ খিলগ্রামে বিষ্ণু বৈষ্ণব,বাবু বৈষ্ণব,পরিমল বাড়ৈ,ঋত্বিক বৈষ্ণব এর বিরুদ্ধে জোর পূর্বক ফলজ গাছ কেটে রাস্তা তৈরি করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দুপুরে এঘটনা ঘটে। বাড়িতে ছিলেন না ভুক্তভোগী পরিবার।
সরজমিনে গিয়ে ও ভুক্তভোগী সুত্রে জানাজায়,মাদারীপুরের ডাসারের দক্ষিণ খিলগ্রামের নির্মল বৈষ্ণব এর বসত ঘরের পশ্চিম পাস দিয়ে তার জায়গার উপর দিয়ে রাস্তা করার জন্য জোরপূর্বক বালি দিয়ে কিছু অংশ ভরাট করেন এবং গত কাল শনিবার নির্মল বৈষ্ণব এর জায়গায় পিলার গেরে এবং সেখানে থাকা একটি ফলজ নারিকেল গাছ কেটে ফেলেছে জোরপূর্বক।
ভুক্তভোগী নির্মল বৈষ্ণব বলেন,বিষ্ণু বৈষ্ণব, বাবু বৈষ্ণব, পরিমল বাড়ৈ, ঋত্বিক বৈষ্ণব সহ সন্ত্রাসী প্রকৃতির লোক ভাড়া করে নিয়ে টাকার বিনিময় আমার নারিকেল গাছ কেটে ফেলেছে এবং এরাই কিছু দিন আগে আমার কাঠাল গাছ কেটে ফেলছে আমি থানায় অভিযোগ করেও কোন ফয়সালা পাইনি।আমার ঘরের পূর্ব পাস দিয়ে জোর করে রাস্তা নিছে তাতে আমার ঘরের পাসে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এখন আবার জোর করে ঘরের পূর্ব পাস দিয়ে জোর করে রাস্তা তৈরি করতে চায়। আমরা বাড়িতে না থাকার সুযোগে, আমার বসতঘরে বেড়ার সাথে পিলার দিয়ে সিমানা নির্ধারণ করে,আমার লাগানো ফলজ নারিকেল গাছ কেটে ফেলে রাখে। আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে খাই,গরীব হলে কি ন্যায় বিচার পাওয়া যায়না, আমি এর বিচার চাই।
অভিযুক্ত বিষ্ণু বৈষ্ণব বলেন, এটা আমাদের জায়গা। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মাধ্যমে নোটিশ করে জায়গা আমিন দিয়ে মাপার দিনধার্য করা হয়। কিন্তু জায়গা মাপতে গেলে তারা ঘর তালা দিয়ে সরে যায়। মাপার সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান,ইউপি সদস্য সহ আরও গন্যমান্য ব্যক্তিরা।
আমাদেরকে আরও এক হাত জায়গা কম দিয়েছে।
ডাসারে জোরপূর্বক ফলজ গাছ কর্তন করে রাস্তা তৈরির অভিযোগ

Leave a Reply