কালীগঞ্জে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের শুভ উদ্বোধন

মো.হাসমত উল্লাহ,লালামনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে পুলিশ তদন্ত কেন্দ্রের অপারেশনাল কার্যক্রম এর শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১১ই নভেম্বর ২০২৩ইং শনিবার বিকালে গোড়ল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ জেলা পুলিশের আয়োজনে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ এম.পি,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ উল্যাহ, জেলা প্রশাসক, লালমনিরহাট মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা ও চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাগতিক বক্তব্য দেন কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ কবির, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম,পি আই ও ফেরদৌস আহমেদ,গোড়ল তদন্ত কেন্দ্র ইনচার্জ এস আই মাসুদ রানা, ও বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, ও স্থানীয় জনসাধারণ সহ অনেকে।

হাসমত উল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *