সুজানগরে হা-ড-ুডু খেলা ও পুরস্কার বিতরণ

এম এ আলিম রিপনঃ গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ড-ুডু এখন অনেকটাই বিলুপ্তির পথে । গ্রামের কাঁচা রাস্তায়, মাঠে, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বদনপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল হা-ডু-ডু প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে বদনপুর যুব সমাজের আয়োজনে স্থানীয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ হা-ডু-ডু খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে মাঠে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী। সমাপনী খেলায় অংশ নেয় ঘঘুদহ একাদশ ও খয়রান একাদশ। খেলায় খয়রান একাদশকে হারিয়ে ঘুঘুদহ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সোবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব। আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার ও মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবুর রহমান।

এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *