জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা নব কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃতরিকুল ইসলাম তরুন,কুমিল্লা থেকে,

জাতীয় সাংবাদিক সংস্থা
কুমিল্লা জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময়
সভা ১০ নভেম্বর শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর রামঘাটস্থ দেশপ্রিয় রেস্তোরাঁর কনভেনশন হলে
অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির নব নির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম তরুনের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থপনা সম্পাদক শাহজাদা এমরান,
কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম,
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস,

ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক,
দোকান মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রোটারিয়ান আবদুর রহমান,কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব আলম চপল,
কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু,
এখন টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ব্যবসায়ী ও আফসু ডেভেলপার্স এর পরিচালক রোটারিয়ান আহমেদ ইমন ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আবদুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া। অনুষ্ঠানে বক্তরা বলেন, সাংবাদিকতা পেশা একটি দ্বায়িত্বপূর্ণ ও আদর্শ পেশা এই পেশায় প্রধান শর্তই হচ্ছে সত্য প্রকাশ করা এবং অন্যায় অনিয়মের বিরদ্ধে কলম ধরা। সমাজ বিনির্মানে এবং দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে দিক নির্দেশনা তুলে ধরা। এই ক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই নিরপেক্ষ ও রাজনৈতিক নেতাদের লেজুরবৃত্তি বন্ধ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যদের সততা ও আদর্শের পথ ধরে সুন্দর সমাজ বিনির্মানে অন্যায় অবিচারের চিত্র গণমাধ্যমে তুলে ধরার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সদস্যরা অতিথিদের ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার সভাপতি কাজী রাশেদ,উপদেষ্টা কাজী তাহমিনা আক্তার, এসএ টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বিপাড়া উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক সৌরভ মোহাম্মদ হারুন,বুড়িচং উপজেলা সাধারণত সম্পাদক সাংবাদিক আক্কাস মাহমুদ হৃদয়, সহ সভাপতি জুয়েল রানা,প্রচার সম্পাদক শরীফ সুমন,পিংকি আক্তার,সহ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন,নারায়ণ কুন্ডু,সাংবাদিক
সাহেদ উদ্দিন, মানব জমিনের সাংবাদিক সোহানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান,
সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সহসভাপতি ফেরদৌস মাহমুদ মিঠু, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *