মসজিদ নির্মাণে ২৫ লক্ষ টাকা দিলেন এমপি শিবলী সাদিক

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জামে মসজিদ এর ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন ও নির্মাণ কাজের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল দুপুরে উপজেলার গোলাপগঞ্জ বাজার জামে মসজিদ চত্বরে, মসজিদ কমিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এসময় সংসদ সদস্য শিবলী সাদিক মসজিদের উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২৫ লক্ষ টাকা প্রদান করেন এবং পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

গোলাপগঞ্জ বাজার জামে মসজিদ, দোকানদার ও গ্রামবাসীর আয়োজনে, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, ওসি তাওহীদুল ইসলাম তাওহীদ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সংসদ সদস্যর সফরসঙ্গী, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *