January 8, 2025, 5:04 am
নিজস্ব প্রতিবেদক।
রবি মৌসুমে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ১৬৫০ জন কৃষক পরিবারের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার পীযুষ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে ইমামা বানিন (সহকারী কমিশনার ভূমি),রফিকুল ইসলাম তালুকদার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কৃষি কর্মকর্তা ও প্রান্তিক কৃষকরা।উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত সরকারের কৃষি খাতে উন্নয়নের জন্য রাসায়নিক সারে ভর্তুকিসহ বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং প্রত্যেক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শেষ করেন।