এস আর মানিক, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। স্বামীর থানায় আত্মসমর্পণ।পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে স্বামী নাজমুল (৪০) । এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৮ নভেম্বর) উপজেলার লেহেম্বা ইউনিয়নে পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৩৫)। গ্রেপ্তার হওয়া স্বামী নাজমুল ইসলাম উপজেলার পদমপুর হাজীপাড়া গ্রামের ফজলু মাষ্টারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে নাজমুল ইসলাম তার স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে। এতে স্ত্রী রাবেয়া খাতুন চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারের লোকজন জানান, নাজমুল কিছুদিন ধরে অসাবাভিক ভাবে চলাফেরা করতো।
এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
এস আর মানিক
রাণীশংকৈল ঠাকুরগাঁও

Leave a Reply