শ্রেষ্ঠ সংগঠন ‘বিএমএসএস’, শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা পেলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

শ্রেষ্ঠ সংগঠকের সম্মানায় ভূষিত হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

গত ৩ অক্টোবর (শুক্রবার) ‘ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ শেরে-বাংলা শান্তিপদ ২০২২’- অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেখানে তিনি স্বশরীরে উপস্থিত না থাকলেও সম্মাননা স্মারক তিনার নিজ গ্রামের বাড়ি নড়াইলে পৌঁছে দেওয়া হয়।

যে সম্মাননা স্মারক উৎসর্গ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সহযোদ্ধা ভাই, বোন, বন্ধু, গুরুজন, স্নেহভাজন সদস্যদের।

সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে জীবনের সেরা অনুভূতি হেডলাইনে ‘বিএমএসএস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান জানান, আমি গরীব চেয়ারম্যান, অত্যন্ত দু:খের বিষয়- সরাসরি উপস্থিত হয়ে নিজ হাতে এটি নিতে পারিনি। কারণ, ঢাকায় যাওয়ার বাস ভাড়া ছিলো না। এটা শুধু ২০২৩ সালের নয়; জীবনের স্মরণীয় ও সেরা অভিজ্ঞতা এবং অর্জন।

পোস্টে তিনি আরও লেখেন- যদি থাকে নসিবে-আপনি আপনি আসিবে”। জীবনে অনেক “সম্মাননা” অর্জন করেছি। টেবিলটায় জায়গা নেই। কিন্তু ঘরে বসে পাওয়া এই সম্মাননা দেখে আমার সন্তানেরা অনেক খুশি। এই সম্মান আর অর্জন শুধুমাত্র বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সহযোদ্ধাদের।আজ তাদের জন্য পদকটি উৎসর্গ করলাম। মানুষের জন্য-দেশের জন্য ভালো কাজ করুন। টাকায় নয় ঘরে বসে সম্মাননা অর্জন করবেন। ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি ‘শেরে-বাংলা গবেষণা পরিষদ’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *