শার্শায় উপকার ভোগিদের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন জানানোর মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলায় উপকারভোগীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর (বুধবার) বিকালে উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুপুরের উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপকারভোগীরা অনুষ্ঠানে আসতে শুরু করে। দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে যায় শার্শা উপজেলার সদরের গোটা স্টেডিয়াম মাঠ ও আশপাশ এলাকা।

অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার উপকারভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর সভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা সহকারী কমিশনার ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট কামাল হোসেন ভূঁইয়া।

এছাড়াও এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *