মরিচিকার পিছনে না ঘুরে আপনারা সাদা চোঁখে তাকান বিগত দিনের উন্নয়ন দেখতে পাবেন – হাবিবুন নাহার

মোংলা প্রতিনিধি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বিগত জোট সরকারের আমলে মোংলা-রামপাল,র আইনশৃঙ্খলার পরিবেশ পুরোপুরি ভেঙ্গে পড়েছিলো। মাছের ঘের লুটসহ অসংখ্য সংখ্যালঘু পরিবারের উপর নির্মম নির্যাতন চলতো। সেই পরিস্থিতির দিকে আমরা আর ফিরে যেতে চাইনা। মনোনয়নের বিষয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন কেন নতুন চেহারা নতুন মুখ লাগবে।
৯১ সালের পর থেকে তালুকদার আব্দুল খালেক এই জনপদের সেই চিরচারিত চেহারা বদলে দিয়েছেন। আজ যে আপনারা পরিবর্তনের কথা বলেন, কেন। মরিচিকার পিছনে না ঘুরে আপনারা সাদা চোঁখে তাকান বিগত দিনের উন্নয়ন দেখতে পাবেন,,,,,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৮নভেম্বর) বিকেলে মোংলা উপজেলার মিঠাখালী ঠোটারডাঙ্গা তে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার একথা বলেন।
আয়োজিত কর্মী
সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু প্রিতিশ চন্দ্র হালদার’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হাওলাদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতির বিশাল এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, সেনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নাজরিনা, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির উদ্দিন,
সুন্দরবন ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য খাঁন আহদুজ্জামান,আ,লীগ নেতা বিল্লাল হোসেন, চাঁদপাই ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম শেখ, সাবেক ইউপি সদস্য আরিফ ফকির, বর্তমান ইউপি সদস্য মো: শহিন চাকলাদার, আ’লীগ নেতা মোঃ বিল্লাল হোসেন, এনামুল কবির, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলার বাহদুর মিয়া, ছাত্রলীগ নেতা ইকবাল হাওলাদার, হেলাল হাওলাদার, সহ অন্যান্যরা। সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতা কর্মী ও সমর্থকেরা আসতে থাকে সভা স্থলে। জনতার ঢলে কর্মী সভা রুপ নেয় জনসমুদ্রে। মাঠ ছাড়িয়ে নেতা কর্মী ও সমর্থকেরা অবস্থান নেয় মূল সড়কে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *