ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে সেলিমের প্রার্থীতায় উচ্ছ্বসিত জাপার দলীয় নেতাকর্মীরা

ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে উন্নয়নের ফসল ফলাতে মনোনয়ন প্রত্যাশা করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্থ আস্থাভাজন সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়াল সেলিম। তিনি ময়মনসিংহের একজন সনামধন্য ঠিকাদার। ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব। ছাত্রজীবনে তিনি পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়নে জাতীয় পার্টি অন্যতম সংগঠন জাতীয় ছাত্র সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব দেন। তার প্রার্থীতায় ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশ দেখা দিয়েছে।

ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই নির্বাচনী এলাকা গঠিত। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২০ হাজার ৯২৭টি; যার মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৪৬১ জন, মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪৬৩ জন ও তৃতীয় লিঙ্গ ( হিজড়া) ভোটার রয়েছেন তিনজন।

স্বাধীনতা-পরবর্তী ১১টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ চারবার, জাতীয় পার্টি চারবার ও বিএনপি তিনবার জয়লাভ করে। এ হিসেবে তিনটি দলের প্রার্থীরাই আসনটিকে নিজ দলের ঘাঁটি বলে মনে করেন। কিন্তু বিগত দুটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোটবদ্ধ নির্বাচন করায় দুবারই এ আসনটি থেকে জয়লাভ করে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমাম। তবে এবার আওয়ামী লীগের প্রার্থীরা এ আসনে জোটবদ্ধ নির্বাচন হলেও ছাড়তে নারাজ। এবার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা নৌকা প্রতীকের দলীয় প্রার্থী চায় এ আসনে। তাদের দাবি, আওয়ামী লীগের এমপি না থাকায় এলাকা উন্নয়নবঞ্চিত হয়েছে। তবে মনোনয়ন, বিগত উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন এবং উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দলের মধ্যে মতবিরোধ থাকায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা চায় দল তাকে মনোনয়ন দেবে যে সবসময় মাঠে থেকে কর্মীদের খোঁজখবর রাখেন এবং বিপদে পাশে দাঁড়ান।

এদিকে এই গুরুত্বপূর্ণ এই আসনটিতে এবার জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এম পির বিশ্বস্ত আস্থাভাজন ও প্রতিনিধি আলহাজ্ব আঃ আউয়াল সেলিম। তিনি এই প্রতিবেদককে জানান – আমি সারাজীবন মানুষের কল্যানের জন্য রাজনীতি করে এসেছি, ভবিষ্যতেও মানুষের কল্যানের জন্য কাজ করে যেতে চাই। তিনি জানান দল যদি তাকে মনোনয়ন দেয় তবে জাতীয় পার্টির বিজয় অব্যাহত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে।

এদিকে এই আসনটির বর্তমান এম পি ফখরুল ইমাম জাতীয় পার্টির টিকিটে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি এলাকায় অনিয়মিত হওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে উঠেছে বলে জানা গেছে। এছাড়া তিনি এলাকায় মানুষের কোন খোজ খবর না রাখায় সাধারণ মানুষের মনে চাপা ক্ষোভ কাজ করছে – যা জাতীয় পার্টির জন্য মোটেই ভালোদিক নয় বলে অনেকেই মনে করছেন। সেই সুযোগটাই কাজে লাগাতে চান জাপার সাবেক ছাত্রনেতা আবদুল আউয়াল সেলিম। তিনি জানান আমি যদি দলের মনোনয়ন পেয়ে বিজয়ী হতে পারি তবে সবসময় এলাকার গরীব- দুঃখী মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো এবং দলীয়ভাবমূর্তী উজ্জ্বলের জন্য সবধরনের জনকল্যাণমুখী কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি ঈশ্বরগঞ্জ বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন। একজন সৎ জনবান্ধব ব্যক্তি হওয়ায় জাপার তৃণমূল নেতা-কর্মীরাও তার মনোনয়নের পক্ষে। মনোনয়ন নিয়ে দলীয় হাইকমান্ডের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি।

স্থানীয় জাপা নেতারা জানান, এই এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। ডিজিটাল বাংলাদেশের যে অগ্রগতি তার সুফল কমই পেয়েছে ঈশ্বরগঞ্জবাসী। তার জন্য এখানে পরিবর্তন দরকার। জাপা নেতা আব্দুল আউয়াল সেলিম এই আসনে এমপি হতে পারলে উন্নয়ন কর্মকান্ড বাড়বে বলে তারা মনে করেন ঈশ্বরগঞ্জ আসনের সর্বস্তরের মানুষ। তারা জানান, জাপা যদি এ আসন ধরে রাখতে চায়, তাহলে এমপি পদে আবদুল আউয়াল সেলিম এর মতো দক্ষ নেতা প্রয়োজন। একজন সৎ যোগ্য উচ্চ শিক্ষিত প্রার্থী হিসাবে উপজেলাবাসীর কাছে আলোচনার স্থান দখল করে নিয়েছেন আবদুল আউয়াল সেলিম।

জাপার নেতাকর্মীদের প্রিয়জন আবদুল আউয়াল সেলিম বলেন, ছাত্র জীবন থেকে ‘জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে এবং বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা জাপার প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের নির্দেশনা মেনে সততার সঙ্গে দল ও মানুষের জন্য কাজ করে চলেছি। মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে পল্লীবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *