স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেনে কাটা পড়ে রমাকান্ত রায় (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধ রমাকান্ত রায় গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত কার্ত্তিক রায়ের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান জানান, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী গোলাবাড়ীয়া গ্রামে ধর্মীয় সভায় যান নিহত বৃদ্ধ রমাকান্ত রায়। পরে সভা শেষে রাতে বাড়ী ফেরার পথে নলডাঙ্গা রেলক্রসিং পার হতে গেলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন বৃদ্ধ রমাকান্ত রায়।
পরে ভোরে এলাকাবাসী হাঁটতে বের হলে রেল লাইনের উপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, রেল লাইনে দূর্ঘটনা ঘটনায় রাজবাড়ী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
এলাকাবাসী তপন রায় ও কানিছ সিকদার জানান, নলডাঙ্গা রেলক্রসিং-এ কোন গেট ও গেটম্যান না থাকায় এ নিয়ে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হলো। দ্রুত নলডাঙ্গা রেলক্রসিং-এ গেট ও গেটম্যান দেয়ার দাবী জানান তারা। #

Leave a Reply