স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমিজমা ও বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাইদের হামলায় আহত অপর চাচাতো ভাই সুশান্ত মন্ডল (৪৫) নিহত হয়েছেন।
আজ বুধবার (০৮ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মঙ্গলবার (০৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুশান্ত মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামের মৃত রমাকান্ত মন্ডলের ছেলে।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, জমিজমা ও বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাই মলয় মন্ডল, উজ্জ্বল মন্ডলসহ অপর ভাইদের সাথে বিরোধ ছিল। মঙ্গলবার রাতে নিহত সুশান্ত মন্ডল তার জায়গার উপর ঘর নির্মাণ করতে গেলে বাকবিতন্ডা বাঁধে। এর জের ধরে চাচাতো ভাইরা লাঠিসোটা নিয়ে সুশান্ত মন্ডলের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হয় সুশান্ত। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ভোরে ঢাকায় নেয়ার পথে সুশান্তের মৃত্যু হয়।
ওসি আরো বলেন, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। তবে আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। #

Leave a Reply