পটুয়াখালীতে স্বেচ্ছাসেবকদলের নেতা ইয়াবাসহ আটক

পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মামুন (৩২) নামের একজনকে আটক করেছে। আটককৃত মামুন পৌর শহরের ৯ নং ওয়ার্ড বড় চৌরাস্তার বাসিন্দা মৃত সেকান্দার আলীর ছেলে।

গত (০৫’নভেম্বর-২৩ ইং) তারিখ ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ গ্রেফতার করেন । উল্লেখ্য,মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, নারী নির্যাতন ও দ্রুত বিচার আইনে আরো পাঁচটি মামলা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।

সূত্রে জানা যায়, মামুন ও তার পরিবার দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় মামুন ও তার বোনদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন মামলার সাথে জরিত হওয়ার কারনে এক পর্যায়ে মামুন কে বিদেশ পাঠিয়ে দেয়া হয়। কয়েক বছর পর প্রবাস থেকে দেশে ফিরে পটুয়াখলী পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। তিনি পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবু তাহের ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মহসিনের রাজনীতিতে যুক্ত রয়েছে।

এ বিষয়ে মামুনের এলাকাবাসী জানান বিদেশ থেকে ফিরে পটুয়াখালী রাজনীতি শুরু করে বিএনপির সাথে তারপর তার চলা ফেরায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ কাজ করে। মামুনের কাছে যুবক পোলাপানের আনাগোনা দেখে এখন আমরা এলাকাবাসী জানতে পারলাম মামুন রাজনীতির নাম করে পুনারায় এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা শুরু করে।

আটককৃত আসামি মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *