টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারস পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

বি এম মনির হোসেনঃ-

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান,বিপিএএ আজ সকাল ১০ ঘটিকায় ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তর ও ট্যুরিস্ট পুলিশের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এবং ট্যুরিস্ট পুলিশের অন্যান্য শাখার কার্যক্রম পরিদর্শন করেন।টুরিস্ট পুলিশের প্রধান ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক,অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান আহমেদ, অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান টুকু, অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা এবং ঢাকা রিজিয়ন পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম সহ টুরিস্ট পুলিশের আরো অন্যান ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।তিনি ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন । সভায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে সাসটেইনেবল ট্যুরিজমের জন্য স্মার্ট ট্যুরিস্ট পুলিশ গঠনে ট্যুরিস্ট পুলিশের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়।আলোচনায় প্রধান অতিথি বলেন যে,২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের ট্যুরিজম সম্প্রসারণে ট্যুরিস্ট পুলিশ অগ্রনী ভুমিকা পালন করবে। তিনি ট্যুরিস্ট পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভূয়ষী প্রসংশা করেন এবং দেশি-বিদেশী পর্যটকদের তথ্য ও সুরক্ষা সেবা প্রদানের মাধ্যমে আরো অধিক পর্যটক আকৃষ্ট করার মাধ্যমে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের জিডিপিতে গুরত্বপূর্ণ অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *