মোংলা প্রতিনিধি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বিগত জোট সরকারের আমলে মোংলা-রামপালে দিনে-রাতে ঘের দখল ও হত্যাকান্ডের ঘটনায় আইনশৃঙ্খলার পরিবেশ পুরোপুরি ভেঙ্গে পড়েছিলো। মাছের ঘের লুটসহ অসংখ্য সংখ্যালঘু পরিবারের উপর নির্মম নির্যাতন চলতো। সেই ভয়াল পরিস্থিতির দিকে আমরা আর ফিরে যেতে চাইনা। মনোনয়নের বিষয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, উপর থেকে কোন একটা সূত্র থেকে সিগনাল পেয়েছি তাই এখানে আসা। সিগনাল না পেলে এখানে এ কথা বলা হতো না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৭নভেম্বর) বিকেলে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারি তে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার একথা বলেন। আয়োজিত কর্মী
সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিহির কুমার ভান্ডারি’র সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ওলিয়ার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতির বিশাল এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির উদ্দিন,
সুন্দরবন ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য খাঁন আহদুজ্জামান,আ,লীগ নেতা বিল্লাল হোসেন, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলার বাহদুর মিয়া সহ অন্যান্যরা। সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতা কর্মী ও সমর্থকেরা আসতে থাকে সভা স্থলে। জনতার ঢলে কর্মী সভা রুপ নেয় জনসমুদ্রে। মাঠ ছাড়িয়ে নেতা কর্মী ও সমর্থকেরা অবস্থান নেয় মূল সড়কে।

Leave a Reply