সিগারেট কোম্পানির অপতৎপরতা বন্ধে নলছিটিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী দেশকে তামাকমুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে।তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্র নিকোটিন-নির্ভর বিকল্প পণ্যসমূহ ব্যবহারের ওপর জোর দেওয়া এবং নিয়মতান্ত্রিকভাবে বাজারজাতকরণের সুপারিশ করেছেন দেশি ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিপ্রণেতারা। পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষা ও ধূমপানের ক্ষতি হ্রাসের জন্য প্রচলিত সিগারেটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের পরামর্শ দেন ।

সোমবার (০৬ নভেম্বর) সকাল ১১ টায় নলছিটি প্রেসক্লাবে “তামাকমুক্ত বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনে তামাক কোম্পানীর হস্তক্ষেপ” সিগারেট কোম্পানির অপতৎপরতা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটি ঝালকাঠি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক ও নলছিটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মানব সেবার নির্বাহী পরিচালক মো: রেজাউল গাজী,
সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, এম এ হাসান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো: আমির হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *