থানচিতে এলাকা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে বিজিবি’র গণসংযোগ সভা

থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

বান্দরবানের থানচিতে ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন আয়োজিত জনসাধারণের সাথে এলাকা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ০৬ নভেম্বর দুপুরে বলিপাড়া জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন সদরে বিএ-৬৩৮৩ লেঃ কর্ণেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি, জোন কমান্ডার, বলিপাড়া জোন এর সভাপতিত্বে এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, ৩৬১ নং থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা, ৩৫৪নং কেঙ্গু মৌজা হেডম্যান ক্যসাউ মারমা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার অংসিংম্যা মারমা ও বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার সজল কর্মকারসহ বলিপাড়া জোন এর আওতাধীন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বিভিন্ন পাড়ার কারবারি, হেডম্যান, জনপ্রতিনিধি, বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রায় ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার, সভায় এলাকার নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সীমান্ত সড়ক নির্মাণের সুবিধা, জঙ্গী তৎপরতা প্রতিরোধ, সশস্ত্র সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, চাঁদাবাজি, অপহরণ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তা, এলাকার উন্নয়ন, সম্প্রদায়িক সুবিধা, অসুবিধা, অর্থকরী ফসলের আবাদ বৃদ্ধি, স্থানীয় দুঃস্থ ও অসহায়দের জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে জোন কর্তৃক আর্থিক সহযোগিতা প্রদানসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিশেষে জোন কমান্ডার কর্তৃক পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের যেকোন ব্যক্তিগত ও পারিবারিক সকল বিষয়ে জানানোর পাশাপাশি সুসংপর্ক বজায় রাখার জন্য অনুরোধ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *