মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
৫ই নভেম্বর বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফতেপুর ইউনিয়নে গোয়ালহুদা গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের কৃতি সন্তান আব্দুল কাদের মিয়া (৯০) মৃত্যু বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ৫ পুত্র ৩ কন্যা, নাতি, পুতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৬ নভেম্বর সকাল ১০ ঘটিকায় নিজ গ্রামের স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাহার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উক্ত নামাজে জানাযায় ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব এ্যাড: শফিকুল আজম খাঁন চঞ্চল। সাবেক সংসদ সদস্য মোঃ- নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মোবারক গঞ্জ চিলিকলের এমডি সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।
ঝিনাইদের মহেশপুরে কাদের মিয়ার মৃ*ত্যু জানাযা সম্পন্ন

Leave a Reply