মো.নাঈম মল্লিক,
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা নাচনমহল ইউনিয়নে ভবানীপুর গ্রামের আঃ রহমান হাওলাদারের দখলকৃত এিশ(৩০) শতক জমি জোরপূবক দখল করার চেষ্টা করছে একই গ্রামের প্রতিবেশী মোঃ জুলফিকার আলী পেদা (গং)
অভিযোগকারী বলেন,বিগত ২০০বছর যাবত আমাদের পূর্বপুরুষগন এ বসতবাড়ি জমি ভোগদখল করে আসছে বর্তমানে জমি আমার দখলে রয়েছে এবং এ জমির রেকর্ডিয় সকল কাগজপত্র আমার আছে,প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে ভুয়া পর্চা তৈরি করে আমার উপরে জোরজুলুম শুরু করেছে। এবং জোর করে আমার বাড়ির জমি ও গাছের সুপারীসহ অনন্য ফল পেরে নিয়ে যাচ্ছে।
জুলফিকার আলী পেদা ও তার ছেলে লোকমান পেদা এবং ওসমান সহ আরো অনেকে, তারা আমাদের মারার ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার কে অবহিত করা আছে।
অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে জানাযায়, কিছু দিন পূর্বে অভিযুক্ত জুলফিকার আলী পেদা ও তার ছেলেরা সহ ৮-১০ জন লোক অভিযোগকারির বাড়ির উপর এসে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং তার ছেলেকে প্রাণনাশের হুমকি দেয় এবং জমিতে থাকা সুপারি গাছের সুপারি নিয়ে যায়।ঘটনার সত্যতার সাক্ষি দেন প্রতিবেশী মোঃ লাল মিয়া খান।
প্রতিবেশী সহিদ ফরাজি বলেন,এ জমি পূর্বপুরষ থেকে আজ পর্যন্ত আ:রহমান ভোগদখল করছে এবং তাদের জমি আমরা যানি।
এবিষয়ে আ:রহমান বাদী হয়ে ঝালকাঠি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, মামলা নং৬২৫/২০২৩ যা ফৌ:কা:বি:আইনে ১৪৪/১৪৫ ধারা এবং বিজ্ঞ আদালতের স্মারক নম্বর ২৩২২ তারিখ ০১/১১/২৩ উল্লেখিত রয়েছে।

Leave a Reply