অসচ্ছল নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা- জেলা পরিষদ চেয়ারম্যান

এম এ আলিম রিপন ঃ অসচ্ছল নারীদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। রবিবার পাবনা জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল উদ্যোমী নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন আরও বলেন প্রত্যন্ত অ লের অসচ্ছল নারীরা বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে তাঁরা দেশের একজন দক্ষ জনবলে বা সম্পদে পরিণত হবেন । সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের সদস্য ও সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আহম্মেদ ফররুখ কবীর বাবুর সার্বিক তত্ত্বাবধানে সুজানগর উপজেলার সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় শত শত গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এছাড়া অন্ন,বস্ত্র,শিক্ষা ও চিকিৎসার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। এছাড়াও কোটি কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া, কোষাগার থেকে নানা ধরণের ভাতা প্রদানের ব্যবস্থা করার কঠিন কাজটি একমাত্র শেখ হাসিনার পক্ষেই করা সম্ভব। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আবারো নৌকায় ভোট দেবার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলাইমান হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন।

এম এ আলিম রিপন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *