রিপন ওঝা,মহালছড়ি
সমবায় শক্তি সমবায় মুক্তি স্লোগানে, সমবায়ে গড়েছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে জেলার মহালছড়িতে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মধ্যে দিয়ে ৫২তম “জাতীয় সমবায় দিবস” পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ট্রাক ও মিনিট্রাক সমবায় সমিতির সহসভাপতি মোঃ ইসমাঈল হোসেন, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রত্যেক সমিতির কার্যকরী সদস্যগণ ও স্থানীয় জনগণ, সাংবাদিকবৃন্দ।

Leave a Reply